ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে ২ নব্য জেএমবি সদস্য গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
আত্রাইয়ে ২ নব্য জেএমবি সদস্য গ্রেফতার 

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলা থেকে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়া বাড়ি স্লুইচগেট সংলগ্ন এলাকা থেকে সোমবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- উপজেলার নওদুলী গ্রামের রফিকুল উল্লার ছেলে মো. রবিউল আওয়াল রিপন (৩২) এবং একই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের আজিজ গাদ্দাফির পালিত ছেলে মো. পারভেজ গাদ্দাফি (২০)।  

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার কাশিয়াবাড়ি স্লুইচগেট সংলগ্ন এলাকায় দুই নব্য জেএমবি সদস্য গোপন বৈঠক করছিলো।

গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।  

ওসি আরও জানান, তারা তালিকাভুক্ত নব্য জেএমবির সদস্য।  

আত্রাই থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের হবে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।