সোমবার (১১ ডিসেম্বর) রাতে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন পাহারাদার সালাম (৩০), শামীম (৪৫) ও বাকি (৪০)।
জলমহালের অন্যতম ইজারাদার স্থানীয় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র সরকার জানান, চলতি বছরের ২৪ অক্টোবর স্থানীয় উপজেলা পরিষদ থেকে জিয়াকড়া মৎস্যজীবী সমিতি এ জলমহালটি ইজারা নেয়। সোমবার বিকেলে এ জলমহালের সাবেক ইজারাদার নবাব চৌধুরী ও আবুল কালামের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক মাছ ধরতে আসেন।
এ সময় জলমহালের পাহারাদার সালাম বাধা দিলে তাদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে নবাব চৌধুরীর লোকজন পাহারাদার সালাম, শামীম ও বাকিকে বুকে ও পায়ে বল্লম দিয়ে আঘাত করে।
প্রথমে তাদের নেত্রকোনা সদর হাসপাতাল ও রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় জিয়াকড়া মৎস্যজীবী সমিতির সম্পাদক শশী মোহন দাস জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এমএএএম/এএ