মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) সকালে রাজধানীর সিভিল অ্যাভিয়েশন কার্যালয়ের সামনে থেকে পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে দুদকের একটি দল তাকে গ্রেফতার করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে জানান, প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আছির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
প্রণব আরও জানান, আছির উদ্দিনের বিরুদ্ধে অবৈধ অর্থে উত্তরা ৫ নম্বর সেক্টরের জহুরা মার্কেটের সামনে ও ১৪ নম্বর সেক্টরে বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসজে/এএসআর