মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের সাতপাই এলাকায় মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান খসরু এ কার্যক্রমের উদ্বোধন করেন।
নেত্রকোনার প্রগতি বহুমুখী সমবায় সমিতির আয়োজনে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটি এই গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।
এসময় সাতপাই এলাকার প্রবীণ ব্যক্তি মো. রব্বানী উল্লাহ’র সভাপতিত্বে ও গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রমের সমন্বয়ক অর্পিতা খানম সুমীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জঙ্গি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক মতিয়র রহমান খান।
তিনি জঙ্গি ও সন্ত্রাস বিরোধী স্বাক্ষর দেওয়ার পরই উপস্থিত সকলেই স্বাক্ষর দেওয়া শুরু করেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
টিএ