মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার প্রায় আড়াইশ’ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ নেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তিমনি চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শাম্মী আকতার, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহম্মেদ সাব্বির সরদারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে জেলার শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
টিএ