ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শেফালীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শেফালীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারী শ্রমিক শেফালী বেগম (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে তিনি মারা যান।  

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

এসময় শেফালীসহ অগ্নিদগ্ধ হন ১০-১২জন। দগ্ধদের মধ্যে শেফালীসহ কয়েকজনকে ঢামেক হাসপাতালে আনা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেফালী মারা যান। তার শরীরের ৭৫ শতাংশ পোড়া ছিল। নিহত শেফালী কালিয়াকৈর উপজেলার পলাশতলী এলাকার আব্দুল মান্নানের স্ত্রী। তিনি ওই কারখানার শ্রমিক ছিলেন। তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭     
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।