দগ্ধরা হলেন- নাপিত সোহেল (২৬), শওকত (৩২) ও নয়ন (২৭)।
বুধবার (১২ নভেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, দিলু রোডের ইনসাফ হাসপাতাল সংলগ্ন ‘বিনোদ সেলুন’ নামে দোকানে এ বিস্ফোরণে ঘটনা ঘটে।
তিনি বলেন, সেলুনের সামনে ওয়াসা কাজ চলছিলো। ধারণা করা হচ্ছে, ওয়াসার কাজের জন্য দোকানের সামনে থাকা কোনো গ্যাস পাইপের লাইন লিকেজ হয়ে ওই সেলুনের ভেতরে গ্যাস ছড়িয়ে পড়ে। পরে রাতে যখন কাজ শেষে তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন মশার কয়েল ধরাতে গেলে ওই বিস্ফোরণ হয়। এতে সেলুনের ভেতরে থাকা ওই ৩ কর্মচারী দগ্ধ হন।
বার্ণে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, সোহেলের ১৮, সৈকতের ১৫ ও নয়নের শরীরের ১৩ শতাংশ দগ্ধ রয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এজেডএস/এসআরএস