বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।
আদালতে আত্মসমর্পণের আগে শহিদুর রহমান স্বপন সাংবাদিকদের বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
স্বপনের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বাংলানিউজকে বলেন, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার দু’টি মামলায় যুবদল নেতা স্বপন আদালতে আত্মসমর্পণ করেছেন। আমরা জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছেন।
এদিকে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তি দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার ও জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
জিপি