বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহন করেন জেলা প্রশাসন (ডিসি) রাব্বি মিয়া।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৩ সালে কাঁচপুরে বিসিক শিল্পনগরীস্থ হাইওয়ের পাশে জলাভূমি ভরাট করে টিনসেটের অফিস নির্মাণ করেন তারা। এ অফিস নির্মাণ করতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হয়, যা তারা অনেক কষ্টের অল্প বেতন থেকে যোগাড় করেন।
গত ২ মাস ধরে ওই অফিসটি ভাঙতে নানাভাবে পায়তারা করছে বিসিক মালিক সমিতি। কিন্তু তাদের অফিস করার জন্য পর্যাপ্ত স্থান রয়েছে। অফিসটি রক্ষায় ডিসির পক্ষ থেকে আইনি ব্যবস্থাসহ সব ধরনের সহায়তা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মজিবুর রহমান, সভাপতি কমান্ডার মোস্তফা কামাল, জেলা প্রতিনিধি রুস্তম আলী, দফেদার কেশব চন্দ্র দাস, মহিলা সম্পাদিকা হেলেনা বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
জিপি