বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি বলেন, পার্বত্যাঞ্চলে গণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে সবার আগে শিক্ষকদের আন্তরিক হতে হবে। পাশাপাশি দুর্গম অঞ্চলগুলোতে শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবদেরও বিভিন্নভাবে সহযোগিতা করার আহবান জানান মন্ত্রী।
পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ৯৪টি ল্যাপটপ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৭
আরএ