ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কানাডা হাইকমিশনের সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
কানাডা হাইকমিশনের সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সাবেক কাউন্সিলর (স্থানীয়) মো. মকসুদ খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মাহাবুবুল আলম।

তিনি জানান, ৪ লাখ ১৪ হাজার ডলার আত্মসাতের অভিযোগে বুধবার রাজধানীর শাহবাগ থানায় তিনি নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে চলতি বছরের ১১ ডিসেম্বর কমিশন তার বিরুদ্ধে মামলা দায়ের অনুমোদন দেয়।

দুদক সূত্রে জানা যায়, মো. মকসুদ খান মেশিন রিডেবল পাসপোর্ট বাবদ সরকারি খাতে ৪ লাখ ১২ হাজার ৩৮২ কানাডিয়ান ডলার জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এছাড়া একই ব্যাংক ড্রাফট একাধিকবার ব্যবহার করে ১৫০০ কানাডিয়ান ডলার ও খালিদ হাসান নামে এক ব্যক্তির পাসপোর্ট ফি বাবদ মকসুদ খান ৩২০ কানাডিয়ান ডলার আত্মসাৎ করেছেন। ফলে ক্ষমতার অপব্যবহার করে তিনি ৪ লাখ ১৪ হাজার ২০২ কানাডিয়ান ডলার আত্মসাৎ করেছেন, যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।