বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মাহাবুবুল আলম।
তিনি জানান, ৪ লাখ ১৪ হাজার ডলার আত্মসাতের অভিযোগে বুধবার রাজধানীর শাহবাগ থানায় তিনি নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদক সূত্রে জানা যায়, মো. মকসুদ খান মেশিন রিডেবল পাসপোর্ট বাবদ সরকারি খাতে ৪ লাখ ১২ হাজার ৩৮২ কানাডিয়ান ডলার জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এছাড়া একই ব্যাংক ড্রাফট একাধিকবার ব্যবহার করে ১৫০০ কানাডিয়ান ডলার ও খালিদ হাসান নামে এক ব্যক্তির পাসপোর্ট ফি বাবদ মকসুদ খান ৩২০ কানাডিয়ান ডলার আত্মসাৎ করেছেন। ফলে ক্ষমতার অপব্যবহার করে তিনি ৪ লাখ ১৪ হাজার ২০২ কানাডিয়ান ডলার আত্মসাৎ করেছেন, যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসজে/এসএইচ