বুধবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মিফতাহুল হক এ তথ্য জানিয়েছেন।
কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সেমিনার এবং সন্ধ্যায় ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করা হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন বলেও জানান মিফতাহুল হক।
এছাড়া শনিবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পাশাপাশি সকাল ৯টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্যাম্পাসে বিজয় শোভাযাত্রা ও ১১টায় হ্যান্ডবল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ওএইচ/