ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেরুজালেমকে রাজধানী ঘোষণায় শেকৃবিতে প্রতিবাদ

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
জেরুজালেমকে রাজধানী ঘোষণায় শেকৃবিতে প্রতিবাদ

ঢাকা: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন, ট্রাম্পের এ ঘোষণার ফলে দিনের পর দিন ইসরাইলের হাতে নির্যাতিত হয়ে আসা ফিলিস্তিনিদের জীবনে আবারও নেমে আসবে অন্ধকার।

শান্তি আলোচনা ব্যাহত হওয়ার পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যে দেখা দিবে অস্থিরতা।

বক্তারা বলেন, মুসলিম বিশ্বের একতার মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব।  

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।