বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর বাসস্ট্যান্ডের সামনের ফুটপাথে এ দুঘর্টনা ঘটে।
নিহত আফরিন জুঁই উপজেলার বাহাদুরখোলা গ্রামের হুসেন মিয়ার মেয়ে।
দুর্ঘটনায় আহত মো. সাব্বির (৮) একই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ও উপজেলার রায়পুর গ্রামের রুহুল আমিনের ছেলে। অপর আহত মাইক্রোবাস চালক হলেন মো. হোসেন (২৫)।
আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রায়পুর বাসস্ট্যান্ডের সামনের ফুটপাথ দিয়ে হেঁটে
আফরিন জুঁই ও মো. সাব্বির রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক
পরীক্ষা দিতে যাচ্ছিলো। পথে ঢাকা থেকে চট্টগ্রামগামী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গিয়ে তাদের চাপা দেয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মাইক্রোবাসকে চাপা দিলে এর চালকসহ এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে নিহত শিক্ষার্থীর পরিবারকে কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম ২০ হাজার টাকা এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লরিটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
জেডএস