ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৎস্য মন্ত্রী ও প্রিয়ভাষিণীর খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
মৎস্য মন্ত্রী ও প্রিয়ভাষিণীর খোঁজ নিলেন ডেপুটি স্পিকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর স্বস্থ্যের খোঁজ নিচ্ছেন ডেপুটি স্পিকার

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (অইসিইউ) চিকিৎসাধীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

বুধবার (১৩ ডিসেম্বর) মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান ডেপুটি স্পিকার।  

একই ইউনিটে ভর্তি মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকেও দেখে আসেন ডেপুটি স্পিকার।

এসময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন, কিছু সময় কাটান ও তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
 
ডেপুটি স্পিকারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।