ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মীম (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কাটাবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীম উপজেলার মারিয়া সরকারপাড়ার মহসিন আলীর মেয়ে ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্রী।

উপজেলার আমরুল ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান অটল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশায় করে ঢাকা-বগুড়া মহাসড়কের সি-ব্লক সেনাপল্লী এলাকায় খালার বাড়িতে যাচ্ছিলো স্কুলছাত্রী মীম। মহাসড়কের কাটাবাড়ীয়া এলাকায় পৌঁছালে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সে মহাসড়কে ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।