ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে আগুনে পুড়েছে ৪ দোকান 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বরিশালে আগুনে পুড়েছে ৪ দোকান 

বরিশাল: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে আগুনে ৪ টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে চরকাউয়া খেয়াঘাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ভোরে বাজারের দোকানগুলোতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে তাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ৪টি দোকান পুড়ে গেছে।  

তিনি জানান, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এমএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।