বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতার চেতনার মূলে যে দর্শন তার ভিত্তিপ্রস্তর স্থাপনে যারা কাজ করেছিলো তাদের হত্যা করেছিলো এইদিনে।
তিনি আরও বলেন, তারাই উদার অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ চেতনার ভিত্তি স্থাপন করেছিলো। সে কারণে পাকিস্তানিরা ভেবেছিলো তাদেরকে হত্যা করতে পারলে মুক্তিযুদ্ধের চেতনা বিলীন হয়ে যাবে। কিন্তু চেতনা বিনাশ হয় না। দেশের সেরা সন্তানদের হত্যা করে তারা মেধাশুন্য জাতি করতে চেয়েছিলো।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এসএ/বিএস