ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবস বরিশালে বিনম্র শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
শহীদ বুদ্ধিজীবী দিবস বরিশালে বিনম্র শ্রদ্ধা শহীদ বুদ্ধিজীবী দিবস বরিশালে বিনম্র শ্রদ্ধা

বরিশাল: বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৪ ডিসেম্বর) দিবসের প্রথমভাগে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

দিবসটি উপলক্ষে নগরের ভাটারখালস্থ শহীদদের স্মৃতিস্তম্ভে সকাল সাড়ে ৮টায় মুক্তিযোদ্ধারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর সকাল ৯টায় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। সকাল সোয়া ৯টায় জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর, যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দলীয় নেতা-কর্মীরা।

এর আগে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানসহ দলীয় নেতা-কর্মীরা।

পরে একে একে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ শিক্ষক সমিতি, জেলা পরিষদসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন।

অপরদিকে বুদ্ধিজীবী হত্যা দিবসে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জুলি নিবেদন করেন।  

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ দলীয় নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।