বাংলাদেশ উন্নয়ন পরিষদ ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে আগামী ১৭-১৮ ডিসেম্বর রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ, ভারত নেপাল ও শ্রীলংকার বিশেষজ্ঞরা ওয়ার্কশপে অংশ নেবেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান ওয়র্কশপের কনভেনর ড. নিলুফার বানু।
তিনি বলেন, ওয়ার্কশপের লক্ষ্য হলো প্যারিস চুক্তির আলোকে জলবায়ু বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক সাম্প্রতিক ধারণা, উন্নয়ন ও চ্যালেঞ্জসমূহ আলোচনা। এর মধ্য দিয়ে একটি কমন অ্যাডভোকেসি প্লাটফর্ম তৈরি করা। জলবায়ু পরিবর্তনের ফলে যে ঝুঁকি তৈরি হয়েছে তা আমলে নিয়ে এসডিজির আলোকে সম্মিলিতভাবে মোকাবেলা করা।
ওয়ার্কশপে অর্থনীতি, পরিবেশ ও জীবনমানের ওপর জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব শীর্ষক আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে ‘জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে পানি সম্পদের ওপর এর প্রভাব’, ‘কৃষির ওপর প্রভাব’, ‘স্থানীয় জনগণ কীভাবে তাদের ঠিকানা হারাচ্ছে এবং তাদের পুনর্বাসন করা’, ‘প্রাকৃতিক বিপর্যয় টেকসইভাবে ঠেকানোর জন্য প্রযুক্তিগত উপায়’, ‘শহর এলাকায় ঝুঁকি কমানো এবং ঝু্কি মোকাবেলায় সক্ষমতা বাড়ানো’, ‘জীবন জীবিকা ও প্রাকৃতিক সম্পদের ব্যবস্তাপনা’, ‘জলবায়ু পরিবর্তনের অভিযোজনে নারী পুরুষের বৈষম্য’ এবং ‘যুবা ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ বিষয়গুলো প্রাধান্য পাবে।
এর আগে ২০১২ সালের ১২-১৪ জুলাই ভারতের উড়িষ্যাতে প্রথম, ২০১৩ সালের ২৫-২৭ অক্টোবর ঢাকায় দ্বিতীয় ও ২০১৫ সালের ১১-১২ মার্চ ভারতের কলকাতায় তৃতীয় সাব-রিজিওনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্কশপের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন টিমের কোঅর্ডিনেটর ড. কাজী খলিকুজ্জামান আহমদ, বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এমএ জলিল, ভাইস চেয়ারম্যান ড. রেজাউল করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এএম/এমজেএফ