বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের চন্ডিপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা যুক্ত স্টিকার না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ফুলকলিকে ২০ হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও খুচরা বিক্রয় মূল্য কেটে অতিরিক্ত মূল্য লেখার জন্য মেরিন ফার্মেসিকে ৮ হাজার, একই অপরাধে মেডিসিন কর্নারকে ৬ হাজার ও সেন্ট্রাল ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দানকারী অধিদফতরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিদিন কোনো না কোনো স্থানে আভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এনইউ/জিপি