বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের নির্ভরশীল একটি সূত্র।
দুদক সূত্রে জানা যায়, রাজধানীর রমনা মডেল থানায় বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
কিন্তু কমিশনের অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় তার স্থাবর ও অস্থাবর সম্পদের প্রকৃত মূল্য ৬০ লাখ ৯৪ হাজার ৯১৮ টাকা। এর মধ্যে ৪৭ লাখ ৩৮ হাজার ৩৬৯ টাকা অবৈধভাবে অর্জন করেছেন এবং ২৯ লাখ ২৬ হাজার ৩৬৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
এদিকে সম্পদ বিবরণীতে রাজউকের চাকরিচ্যুত ইমারত পরিদর্শক মো. আবু সাঈদ উল্লেখ করেছেন, উত্তরায় তার ৩ কাঠা জমি, একটি মাইক্রোবাস ও ইস্টার্ন ব্যাংকে নগদ ৫ লাখ টাকা আছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এসজে/এমজেএফ