শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সাইকা।
ড. আদর্শ সাইকা বলেন, বাংলাদেশ-ভারতের বিজয় উদযাপনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এ ধরনের রক্তদান কর্মসূচির উদ্যোগ নেওয়া মৈত্রী সমিতির ভালো পদক্ষেপ। আমি অত্যন্ত আনন্দিত মৈত্রী সমিতি বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার জন্য কর্মসূচি গ্রহণ করেছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, এ কর্মসূচির মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশ-ভারতের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে। মুক্তিযুদ্ধে আমাদের দেশের মানুষ যেমন শহীদ হয়েছেন তেমনি ভারতের লোকজনও প্রাণ হারিয়েছেন। এ রক্তের সম্পর্ক বাংলাদেশ ভারতকে একীভূত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও ইন্দিরা গান্ধীর মাধ্যমে যে সম্পর্ক সূচিত হয়েছে তা এখনো অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এসকেবি/জেডএস