ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত নেপালি শিক্ষার্থীরা শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে পাইওনিয়ার ডেন্টাল কলেজে জড়ো হয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
এ সময় শিক্ষার্থীরা আত্মহত্যার রহস্য উদঘাটন করে সঠিক বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে ২১ ডিসেম্বর একই দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন কলেজের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তাররা।
শিক্ষার্থীরা জানান, পরীক্ষায় খারাপ কিংবা যে কোনো ভুলের জন্য কলেজ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করেন। এ আতঙ্কের কারণেই বিনিশা আত্মহত্যা করেছেন।
এদিকে, পাইওনিয়ার ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ বিনা নোটিশে ফাইনাল অ্যাসেসমেন্টসহ সকল ধরণের পরীক্ষা এবং ক্লাশ বন্ধ করেছে। শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগে বাধ্য করেছে।
গত ১৯ ডিসেম্বর টার্ম-২ পরীক্ষা চলাকালীন অবস্থায় হল থেকে বেরিয়ে হোস্টেলের নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিনিশা। খবর পেয়ে ওই দিনই দুপুরে ঝুলন্ত অবস্থায় বিনিশার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
পিএম/বিএস