রাজশাহীর কেন্দ্রীয় কিশোর পাঠাগার এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সময়ের মোট ১০০টি দুর্লভ ছবি স্থান পেয়েছে।
পাঠাগারের সভাপতি জামাত খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, সিনিয়র সংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক পরিচালক এম শরীফ, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, অধ্যাপক জিএম হারুন, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুজ্জামান শফিক ও কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহাগ আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এসএস/বিএস