শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে শহরের আরবপুরে সেচ্ছাসেবী সংস্থা বাঁচতে শেখা হলরুমে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এ কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডল।
কর্মশালায় বক্তব্য রাখেন- বিএফইউজের সহ-সভাপতি মনোতোষ বসু, জেইউজে সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
কর্মশালায় ৭৪জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনকালে সাংবাদিক নেতারা বলেন, ডিজিটাল বাংলাদেশে তথ্য-প্রযুক্তি জানা না থাকলে সাংবাদিকতা পেশায় টিকে থাকা সম্ভব না। এজন্য সাংবাদিকদের তথ্য-প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে।
এর আগে, যশোরের ১২জন সাংবাদিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিলের সাহায্যের চেক তুলে দেন কর্মশালার প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
ইউজি/আরআইএস/