শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর সাহিত্য পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে সুজন প্রতিনিধিরা বলেন, রসিক নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান তারা।
সংবাদ সম্মেলন থেকে জয়ী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের করণীয় সম্পর্কে পরামর্শমূলক পাঁচ দফা প্রস্তাব দেওয়া হয়।
প্রস্তাবগুলো হলো-নির্বাচিত প্রতিনিধিরা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা; সিটি করপোরেশন পরিচালনায় পরাজিত প্রার্থীদের পরামর্শ গ্রহণ করা; শপথ গ্রহণের পরেই পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা; নির্বাচিত প্রতিনিধিদের সব কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দলীয়করণ ও স্বজনপ্রীতি পরিহারসহ বছরে কমপক্ষে একবার কাজের জবাবদিহিতার জন্য জনগণের মুখোমুখি হওয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- সুজনের রংপুর বিভাগের সমন্বয়কারী রাজেশ দে।
এসময় উপস্থিত ছিলেন- সুজনের রংপুর মহানগর কমিটির সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
আরআইএস/