ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

“হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও” আন্দোলন কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
“হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও” আন্দোলন কমিটি গঠন

সুনামগঞ্জ: মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুকে সভাপতি ও স্থানীয় দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়কে সাধারণ সম্পাদক করে “হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও” আন্দোলন কমিটি গঠন করা হয়েছে।

আর এ কমিটির সিনিয়র সহ সভাপতি করা হয়েছে মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানকে।

শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংগঠনের প্রথম সম্মেলন শেষে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে তিনজন এ দায়িত্ব পান। দায়িত্বপ্রাপ্ত এ তিনজন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। পরে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নারী নেত্রী শীলা রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট
সৈয়দ শায়েখ আহমদ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, রমেন্দ্র কুমার দে মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।