বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, বাংলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী জেলা বৃহত্তর যশোরের মানুষ বহুকাল আগে থেকেই দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সংগঠনের পক্ষ থেকে যশোরকে পৃথক বিভাগ ঘোষণার দাবি জানানো হয়।
রোববার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে যাচ্ছেন।
যশোরবাসী আশা করেন তাদের প্রাণের এ দাবিগুলো সেখানেই ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী বলেও আশা করেন পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যশোর বিভাগ আন্দোলন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট এনামুর হক, সদস্য সচিব হাবিবুর রহমান খান হাবিব, রবিউল আলম, ইকবাল কবির জাহিদ, হারুন অর রশিদ, আব্দুস শহীদ লাল, তারাপদ দাস, আমিরূল আলম রেন্টু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরআইএস/