ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উদ্যোগে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে জয়নুল উৎসব এবং লোকজ মেলা শুরু হবে শুক্রবার (২৯ ডিসেম্বর)।
এদিন সকালে শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে উৎসব শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বিশেষ অতিথি থাকবেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) সেক্রেটারি জেনারেল এম সহিদুল ইসলাম এবং প্রকৌশলী ময়নুল আবেদিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
দুপুরে শুরু হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এতে পটের গান, পালা-পার্বণ আলোকচিত্র প্রদর্শনী ও নৃত্য পরিবেশিত হবে।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
পিআর/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।