বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলার ২০তম দিনে বাংলাদেশের পটভূমি শীর্ষক আলোচনা সভায় ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য ছিল এ দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে মূছে দেওয়া।
বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৭
আরএ