ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাইজদীতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
মাইজদীতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীর ইসলামিয়া রোডে অগ্নিকাণ্ডে মসজিদসহ প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রায় এক ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইসলামিয়া রোডে মোহামেডান ক্লাবের পেছন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্যা খান সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপন করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।