বুধবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে ধানমন্ডির এ মাঠে গিয়ে দেখা গেছে, ব্যাপক আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বাইরের দিকে। আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
রাজধানী আর্মি স্টেডিয়ামে এর আগে পাঁচ বছর আয়োজিত হয়েছে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎস। এবারই প্রথম ভেন্যু পরিবর্তন হয়েছে। আগে প্রতিবারই মানুষের ঢল দেখা গেছে, যা এবার নেই। আবাহনি মাঠের বাইরেও তেমন লোকের ভিড় নেই।
আগতরা বলছেন, যোগাযোগ ব্যবস্থাই এর মূল কারণ। কেননা, আর্মি স্টেডিয়ামে খুব সহজেই যাতায়াত করা যেত। কিন্তু আবাহনি মাঠে সরাসরি বাসে যাওয়া যায় না। যে কারণে অনেকেই উৎসাহ দেখাচ্ছেন না।
উত্তরার বাসিন্দা আকবর হোসেন প্রতিবারই বন্ধুদের সঙ্গে এ অনুষ্ঠান দেখতে আসেন। তবে এবার তার বন্ধুরা আসেননি।
পুরান রামপুরার ওবায়েদ রহমানেরও একই কথা-যাতায়াতই প্রধান সমস্যা।
বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
ইইউডি/আরএ