বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর অফিস সহকারী আনোয়ার হোসেন।
তারা হলেন- রংপুরের গঙ্গাচড়া থানার চরবাগডহরা গ্রামের ইউনুছ আলীর ছেলে আশিক আহম্মেদ ওরফে শুভ (২০), একই জেলার তারাগঞ্জ উপজেলার মাটিয়ালপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে (২০) ও বগুড়ার শেরপুর উপজেলার নন্দতেঘরী গ্রামের সারোয়ার হোসেনের ছেলে লুৎফর রহমান বাবু (২৩)।
অফিস সহকারী আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
টিএ