বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে গ্রিন সুপার মার্কেটের চার তলায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরো বলেন, দুপুর ১২টা নাগাদ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। তারা অনুমতি না নিয়ে সাইনবোর্ড লাগিয়েছিলেন। এছাড়া অনেকে রাস্তার ওপরে সাইনবোর্ড বসিয়েছিলেন।
২৬-২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই অভিযান অব্যাহত থাকবে বলে অজিয়র রহমান বলেন, বাইরে একাধিক সাইনবোর্ড লাগালেই সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেকে সিটি করপোরেশন থেকে একটি সাইনবোর্ডের অনুমতি নিয়ে একের অধিক সাইনবোর্ড লাগিয়ে থাকেন। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোচিং সেন্টারের ব্যাপারে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট অজিয়র বলেন, সেগুলো তালা লাগিয়েছি। এতে আমরা হ্যাপি। তবে অবৈধভাবে কোনো কোচিং আবার চালু করলে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের বিষয়টি আগেই জানিয়ে দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ আমাদের গোপনীয় কিছু নাই। আমরা জানিয়েই অভিযান চালাচ্ছি। কেউ যদি নিজে থেকে সতর্ক হয়ে তার অবৈধ সাইনবোর্ড, ব্যানার খুলে নিয়ে যায়, শহরকে পরিচ্ছন্ন রাখে তাতে আমাদের কোনো আপত্তি নেই।
ফার্মগেট থেকে শুরু করে গ্রিন রোডের দু'পাশের সব ধরনের ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড খুলে ট্রাকে তোলা হচ্ছে। পাশাপাশি ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ চলছে। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত আছেন।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭/আপডেট: ১৩২০
এমএইচ/এএটি