বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাহিদ (১০) ও আদুরী গার্মেন্টসের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৪)।
জানা গেছে, ওই এলাকায় ভৈরব থেকে ছেড়ে আসা যাত্রবাহী একটি বাস ও ভেলানগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এ ঘটনায় আদুরী গার্মেন্টসের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন দেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানযটের সৃষ্টি হয়।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া পুলিশ সুপারের নেতৃত্বে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে যানযট নিরসন করা হয়।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
টিএ