বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মাস্টারবাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আব্দুল লতিফ নওগাঁ জেলার আত্রাই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, আব্দুল লতিফ ও আজম আলীসহ কয়েকজন বাংলাদেশি রাখাল ওই সীমান্ত হয়ে ধরলা নদী পথে ভারতে অনুপ্রবেশে করেন। সকালে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দলের হাতে ধরা পড়েন আজম ও আব্দুল লতিফ। এ সময় বিএসএফ টহল দলের সদস্যরা তাদের মারধর করেন। একপর্যায়ে বিএসএফের চোখ ফাঁকি দিয়ে আজম আলী বাংলাদেশে পালিয়ে আসেন।
পাটগ্রাম হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আহত আজম আলী প্রাথমিক চিকিৎসা নিয়ে বিজিবি ও পুলিশের হাতে গ্রেফতারের ভয়ে তিনি গা ঢাকা দিয়েছেন। তবে তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যয়ে পতাকা বৈঠকের আহ্বান ও কড়া প্রতিবাদসহ বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এনটি