বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর উপস্থিতিতে ভবনটি ভাঙা শুরু হয়। যা দুপুর পর্যন্ত চলে।
সাংবাদিকদের মেয়র আইভী জানান, এ জায়গাটি নগরবাসীর বিনোদনের জন্য ভাড়া (লিজ) দেওয়া হয়েছিল। কিন্তু এখানে বিনোদন পার্কের পরিবর্তে ভবন করে দোকান ভাড়া দেওয়া হয়েছে। তাই অবৈধভাবে গড়ে তোলা এ ভবন ভেঙে ফেলা হচ্ছে।
‘দুই বছর আগে আমরা এখানকার সব দোকান সরিয়ে ফেলতে নির্দেশনা দিয়েছিলাম কিন্তু তা এখনও সরানো হয়নি। ’
এ সময় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএফএম এহতেশামুল হকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এমএ