ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ‘অদ্বৈত মেলা’ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ‘অদ্বৈত মেলা’ শুরু ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় উপন্যাসিক অদ্বৈতমল্ল বর্মণ স্মরণে তিন দিনব্যাপী ‘অদ্বৈত মেলা’ শুরু হয়েছে।

সোমবার (০১জানুয়ারি) বিকেলে তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ্ মুহাম্মদ মুহতাসিম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী মাহতাব সুমন।

মেলায় প্রধান আলোচক ছিলেন গল্পকার ও সাংবাদিক রাজীব নূর।

বাছির দুলালের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন।  

মেলায় ১০টি স্টল বসেছে। মেলা উপলক্ষে চিত্রাঙ্কন, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা হবে। শেষ দিনে বিশিষ্টজনদের দেয়া হবে সম্মাননা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।