ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় অর্থ আত্মসাতের মামলায় প্রধান শিক্ষক জেলহাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
বরগুনায় অর্থ আত্মসাতের মামলায় প্রধান শিক্ষক জেলহাজতে

বরগুনা: মাধ্যমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাতের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে প্রধান শিক্ষককে জেলহাজতে পাঠানো আদেশ দিয়েছেন  আদালত।

মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম মাহমুদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি হলেন বরগুনা সদর উপজেলার গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক ও আবদুল মালেকের ছেলে আবদুর রাজ্জাক।

মামলার বাদী ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ২০১৭ সালের ২৩ জুলাই ওই আদালতে মামলা করেন।

অভিযোগে বলা হয়, হাজতি আসামি আবদুর রাজ্জাক প্রধান শিক্ষক থাকাকালীন বিধি বহির্ভূতভাবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অনুমতি ব্যতিত বরগুনা সোনালী ব্যাংক লিমিটেডে তার নিজ নামে একটি একাউন্ট করেন। ২০১৩ সালের ২৭ জুলাই থেকে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত ওই বিদ্যালয়ের ৩ লাখ ৬২ হাজার ৭৫৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে আদালত মামলাটি তদন্তের জন্য বরগুনা সোনালী ব্যাংকের ম্যানেজারকে দায়িত্ব দেন। তদন্তকারী কর্মকর্তা বাদীর মামলা সত্য মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

বাদী আরো বলেন, ওই হাজতি শিক্ষক বিদ্যালয়ের সেকায়েফ থেকে প্রাপ্ত আরো এক লাখ টাকা আত্মসাৎ করেছেন। সে ব্যাপারেও অপর একটি মামলা একই আদালতে বিচারাধীন।

হাজতি আসামি আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, আমি পূর্ববর্তী সভাপতির অনুমতি নিয়ে নিজ নামে একাউন্ট করেছিলাম।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।