ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় যানজট নিরসনে অভিযান, ৭ জনের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
ভেড়ামারায় যানজট নিরসনে অভিযান, ৭ জনের জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় যানজট নিরসনে চালানো অভিযানে সাতজনকে পাঁচশ’ টাকা করে তিন হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত ভেড়ামারা শহরের রেলবাজার এলাকায় এ অভিযান চালায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।

ইউএনও সোহেল মারুফ বাংলানিউজকে বলেন, শহরের মধ্যে যানজট নিরসনের লক্ষ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর প্রেক্ষিতে দুপুরে চালানো অভিযানে ট্রাক চালক শামীম, নসিমন চালক শিহাব, বকুল, রফিকুল, আলমগীসহ সাতজনকে পাঁচশ’ টাকা করে তিন হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুযারি ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।