ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ফেরাতে চাপ দেবে ওআইসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
রোহিঙ্গা ফেরাতে চাপ দেবে ওআইসি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাতে আইপিএইচআরসি প্রতিনিধি দল। ছবি: বাংলানিউজ

ঢাকা: রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে চাপ দেবে ইসলামী দেশগুলোর সহযোগিতা বিষয়ক জোট ওআইসি। অবহেলিত এই জনগোষ্ঠীর নাগরিকত্বের অধিকার আদায়েও সোচ্চার হবে সংস্থাটি।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে ওআইসির মানবাধিকার সংস্থার (আইপিএইচআরসি) প্রতিনিধি ড. রশিদ আল-বালুসি সংবাদিকদের এ কথা বলেন।

সকালে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে দেখতে আইপিএইচআরসির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে।

বালুসির দলটি বৃহস্পতি ও শুক্রবার (৪-৫ জানুয়ারি) পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে।  সফর শেষে শনিবার (৬ জানুয়ারি) ঢাকা ত্যাগ করবেন।

ড. রশিদ আল-বালুসি বলেন, রোহিঙ্গাদের তাদের বসত-ভিটায় ফিরিয়ে নিতে হবে। তাদের নাগরিক অধিকার নিশ্চিত করে ফিরিয়ে নেওয়ার জন্য যথাযথ চাপ প্রয়োগ করবে ওআইসি। বিশ্বের একাধিক ফোরামে এরইমধ্যে ওআইসি রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরেছে এবং সামনের দিনেও তুলে ধরবে।

বাংলাদেশ যেভাবে রোহিঙ্গাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার প্রশংসা করে আইপিএইচআরসি’র এ প্রতিনিধি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ওআইসি সবসময়ই বাংলাদেশের পক্ষে রয়েছে।

প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় সরাসরি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলবে। নির্যাতিত জনগোষ্ঠীর সঙ্গে আলাপ করে প্রতিনিধি দলটি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো দমন-পীড়ন নিরূপন শেষে প্রতিবেদন প্রকাশ করবে।

সামনের মে মাসেই ঢাকায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনেই আইপিএইচআরসির সম্ভাব্য প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে একটি সূত্র।

পরে প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।