বুধবার (৩ জানুয়ারি) দিনব্যাপী সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান এ অভিযান পরিচালনা করেন।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, কয়েক মাস আগে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ৪০ থেকে ৫০ হাজার টাকা করে নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালী ব্যক্তিরা।
তিনি আরো জানান, আশুলিয়ায় সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান নিয়মিত চলবে।
এসময় উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস অফিসের ডেপুটি ম্যানেজার হাদী আব্দুর রহিম, মাহমুদ জামান, সহ ব্যবস্থাপক আনিসুজ্জামান ও ঠিকাদার মনির হোসেন।
সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ সসদস্যের একটি শ্রমিক দল অংশ নেয়। এসময় ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১১ জন বাড়ির মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযানের সময় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
আরবি/