ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
মৌলভীবাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ওজনে কমা দেয়া ও লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করার দায়ে মৌলভীবাজারের জুড়ি উপজেলায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে বড়লেখা শহরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন।

সহকারী পরিচালক আল-আমিন বাংলানিউজকে বলেন, দুপুরে বড়লেখা শহরে অভিযান চালানো হয়।

এসময় ওজনে কম দেয়ার দায়ে আলী অ্যান্ড সন্সকে ৩ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জালালাবাদ ফার্মেসিকে ৭ হাজার টাকা ও লাইসেন্স না থাকায় সাথী মসলা স্টোরকে ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।