প্রচণ্ড শীতে রাজধানীর ফুটপাতে থাকা অসহায় মানুষগুলোর অবস্থা আরো করুণ। সবার গায়ে কম বেশি গরম কাপড় থাকলেও শীত কাবু করে ফেলেছে মানুষগুলোকে।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডা. মোহাম্মদ শহিদ উল্লাহ হলের প্রধান গেট সংলগ্ন ফুটপাতে অনেক ছিন্নমূল মানুষকে দেখা যায় শীত নিবারণের জন্য হাত ও পা এক সঙ্গে জড়িয়ে ধরে বসে আসেন।
এদের মধ্যে এক ব্যক্তি শীত ঠেকানোর জন্য মুখসহ সারা শরীর কাঁথা দিয়ে ঢেকে রেখেছেন। এসময় পাশের জনকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন, ‘শীত কারে কয় দেখ, দিনের আলোতেও জোড়া কাঁথা, রাতে না জানি কি হয়। ’
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এজেডএস/এনটি