দুই কলেজছাত্র হত্যার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে বুধবার (১০ জানুয়ারি) বিকেলে বাংলানিউজকে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া।
পুলিশ জানায়, গত শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালুয়াঘাট উপজেলা সদরের সাহা পাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরদিন রোববার (৭ জানুয়ারি) দুপুরে নিহত আকাশের বাবা হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের অধ্যাপক মজিবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৯ জনকে আসামি করা হয়। ওইদিন বিকেলেই পুলিশ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নাহিদকে (৩২) গ্রেফতার করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বাংলানিউজকে বলেন, সোমবার (৮ জানুয়ারি) আদালতে নাহিদকে হাজির করে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত তিরদিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও সে হত্যার দায় স্বীকার করেনি।
তবে চতুর এ খুনি ছুরিকাঘাত করা ২-৩ জনের নাম বলেছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমএএএম/জিপি