বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াকুব ওই গ্রামের মো. মিজান ভান্ডারীর ছেলে।
আহত মোসলেমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ইব্রাহীমকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, ইব্রাহীমের বোনের কাছ থেকে জমি বর্গা নিয়েছিলেন ইয়াকুব। বিকেলে ইব্রাহীম ও ইয়াকুবের মধ্যে জমি বর্গার টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহীম হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ইয়াকুবকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা ইয়াকুবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় কসবা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসআই