বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে দুপুরে হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় বিকেলে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, সম্প্রতি সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী স্থানীয় একটি জমিতে বসবাসকারীদের উচ্ছেদ করে দখলে নিয়ে স্থাপনা গড়ে তুলছিলেন। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহ করতে যান। এসময় শাহজাহান আলী তার বাহিনী নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আলম শাহ বাংলানিউজকে জানান, এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
টিএ