এসময় জব্দ করা হয়েছে দু’টি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, একটি পাইপগান, বন্দুকের ৩৯ রাউন্ড কার্তুজ, তিনটি গুলি রাখার বান্ডুলিয়া, দু’টি ধারালো ছুরি, দু’টি রামদা ও বিপুল পরিমাণ রসদ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার থেকে ৯টা ৪০মিনিট পর্যন্ত সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীরসুখপাড়া চর এলাকায় এ বন্দুকযুদ্ধ চলে।
নিহতরা হলেন-দস্যু সুমন বাহিনীর সক্রিয় সদস্য মো. জাকারিয়া সরদার (৩০), মো. জুলফিকার শেখ (৩৫) ও মো. খোকন মিনা (৪৩)। তাদের ঠিকানা পাওয়া যায়নি।
র্যাব-৮ এর অপারেশন কর্মকর্তা মেজর সোহেল রানা প্রিন্স বলেন, বলেশ্বর নদীর সুখপাড়া চর এলাকায় জলদস্যুরা ঘাঁটি করেছে- জেলেদের কাছ থেকে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে সকালে আমরা সেখানে অভিযানে যাই। এসময় দস্যু সুমন বাহিনীর সদস্যরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আমরাও পাল্টা গুলি চালাই। প্রায় ৪০ মিনিট এভাবে চলার পর পরিস্থিতি শান্ত হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন দস্যুর মরদেহ, অস্ত্র ও বিপুল রসদ পাওয়া যায়।
তিনি আরো জানান, নিহতদের মরদেহ ও উদ্ধারকৃত অস্ত্র শরণখোলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসআই