বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত আড়াইটা থেকে সকাল ১০ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে এ নৌরুটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ও মাঝ পদ্মায় ৪ ফেরি নোঙর করে রাখা হয়েছিলো। বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে এবং ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক গাড়ি। এর মধ্যে পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও বাসের সংখ্যাই বেশি রয়েছে, তবে ফেরি চলাচল সচল হওয়ায় গাড়ির চাপ কমে আসছে।
এছাড়া কুয়াশায় চলাচল করতে ফগ অ্যান্ড সার্চ লাইট ফেরিতে থাকলেও বেশিরভাগই অকেজো। হালকা কুয়াশাতেও এগুলো কাজে আসছে বলে জানান মো. খালেদ নেওয়াজ।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ওএইচ/